দক্ষিণ দিনাজপুর: মাত্র ২০০ টাকা নেওয়ার অপরাধে স্ত্রীকে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুরের তপন থানার চকবলিরাম এলাকার ঘটনা।
জানা গিয়েছে, মৃতার নাম মুনমুন খাতুন বিবি (১৮)। গঙ্গারামপুর থানার পালসা এলাকার ওই যুবতীর বছর তিনেক আগে বিয়ে হয় চকবলিরাম এলাকার পেশায় রাজমিস্ত্রী সাহিন মাহালত এর সঙ্গে। তাদের ২ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
শনিবার দুপুরে বাড়িতে স্বামী স্ত্রীর বচসা হয়েছিল। এরপরেই অস্বাভাবিক মৃত্যু হয় মুনমুনের। রবিবার মৃতদেহ বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তর জন্য আনা হয়।
মৃতার ঠাকুরদা সিরাজুদ্দিন মিঁয়া বলেন, ঘটনার দিন দুপুরে খবর পাওয়ার পর এলাকায় গিয়ে জানতে পারেন, মুনমুনের কাছে ১২০০ টাকা রাখতে দিয়েছিল সাহিন। সেখান থেকে ২০০ টাকা নিয়ে সে বাপের বাড়িতে যেতে চেয়েছিল অসুস্থ মা-কে দেখার জন্য। রাস্তায় কিছু ফলমূল ও গাড়ি ভাড়ার প্রয়োজনে সে ওই টাকাটি আলাদা রাখে। কিন্ত ২০০ টাকা কম দিতেই বিবাদ শুরু করে সাহিন।
মৃত মুনমুনের পরিবারের অভিযোগ, এরপর লোহার ভারি রড দিয়ে মুনমুনকে মাথায় আঘাত করায়, মৃত্যু হয় মুনমুনের।
এদিন মৃতার পরিবারের পক্ষ থেকে গৃহবধূর স্বামীর বিরুদ্ধে তপন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করে তদন্ত শুরু করেছে।